
নীলফামারীর জলঢাকায় ২১ আগষ্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় থানা মোড় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক ঐক্য পরিষদ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, ছাত্রলীগ, তাঁতী লীগ, বঙ্গবন্ধু প্রজন্মলীগ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর আয়োজনে শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি শ্রী পরেষ চন্দ্র কাচু’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল ওয়াহেদ বাহাদুর। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি জোনাব আলী, ছাত্রলীগ সভাপতি নলনী বিশ্বাস জয়, আওয়ামী মুক্তেিযাদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মশিউর রহমান হিট্টু, বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আবুল কালাম আজাদ, তাঁতী লীগ সভাপতি হাসানুজ্জামান হাসান সহ আরো অনেকে। আলোচনা শেষে ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।