![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। জানাযায়, উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় বিগত ১৯৪০ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে সুনামের সাথে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ৬ষ্ট থেকে দশম শ্রেনীতে ৬৫০ জন শিক্ষার্থীকে ২২ জন শিক্ষক-কর্মচারি পাঠদান ও সেবা দিচ্ছেন। শিক্ষার্থীদের পরিক্ষা ফলাফলে অন্য প্রতিষ্ঠানের চেয়ে ভাল। বর্তমানে ক্লাস রুম সংকটের কারণে প্রায় ৬০ বছরের পুরাতন ভবনে ঝুঁকি মধ্যে ছাএদের পাঠদান হচ্ছে। ভবনে মাঝে মধ্যে ছাদ ধসে পড়ে এবং বৃষ্টি এলেই ছাদ চুয়ে পানি পড়ে। দরজা জানালা নষ্ট হয়ে গেছে। এতে শিক্ষার্থীর বই,খাতা ভিজে এবং আতংকিত হয় তারা।
গত বন্যায় মাঠের মাটি ধসে যাওয়ায় ,মাঠে পানি জমে থাকে শিক্ষার্থীরা খেলা ধুলা করতে পারছেন না। উক্ত প্রতিষ্ঠানে দুটি নতুন ভবন রয়েছে, শিক্ষার্থী অতি চাপ হওয়ায় আরেকটি নতুন ভবন প্রয়োজন এবং ড্রেনেজ ব্যাবস্থা হলে মাঠে পানি জমা থাকবেনা বলে এলাকাবাসি প্রতিবেদককে জানালেন। প্রধান শিক্ষক রেজাউল করিম মন্ডল বলেন, নতুন ভবনের জন্য সাঘাটা উপজেলা এলজিডি দপ্তরে আবেদন করা হয়েছে।