
বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর এলাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর উত্তর পাড়া এলাকার ফকিরা প্রামাণিকের পুত্র জবেদ আলী (৫২)। সে গত বুধবার হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বগুড়া টিএমএসএস রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করায়। সেখানে টানা ২দিন ভতির্র পর শারীরিক উন্নত না হওয়ায় রিলিজ দেয় তখন শহরের সামছুন্নাহার ক্লিনিক ও পপুলার হাসপাতালে পরিক্ষা নিরীক্ষা করান। পপুলারের চিকিৎসা ও তাদের প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করালেও জবেদ আলী শারীরিকভাবে আরও বেশি অসুস্থ্য হয়ে পরে। একপর্যায়ে পরিবারের লোকজন শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত ১১টায় তার মৃত্যু হয়। এ বিষয়ে নিহতের মেয়ে জুঁই আক্তার জানায়, তার বাবা বেশ কয়েক দিন ধরে জ্বর অনুভব কর ছিলেন। পরে রক্তের সমস্যার জন্য মৃত্যু হয়েছে বলে তারা জানান। ডেঙ্গুর আক্রান্তেও মৃত্যু হতে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেছেন।