আক্কেলপুরে পুলিশের দুটি অভিযোগ বক্স স্থাপন | Daily Chandni Bazar আক্কেলপুরে পুলিশের দুটি অভিযোগ বক্স স্থাপন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ০৯:১৮
আক্কেলপুরে পুলিশের দুটি অভিযোগ বক্স স্থাপন
আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ

আক্কেলপুরে পুলিশের দুটি অভিযোগ বক্স স্থাপন

জয়পুরহাটের আক্কেলপুরে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, ইভটিজিং নির্মূলে জেলা পুলিশের পক্ষ থেকে দুটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫ টায় আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বর ও থানার গেট সংলগ্নে জেলা ও উপজেলা পুলিশ প্রশাসন অভিযোগ বক্সটি আনুষ্ঠানিক ভাবে স্থাপন করেন জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম)

পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির (পিপিএম) বক্স দুটি স্থাপন কালে জনতার উদ্দেশ্যে বলেন, যে সব ব্যক্তিরা থানায় গিয়ে প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান, তাদের কে আমি বলতে চাই, এখন থেকে যেকোন দুর্নীতি সন্ত্রাস, চাঁদাবাজী, ইভটিজার ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সঠিক তথ্য উল্লেখ করে নিজের নাম ঠিকানা গোপন রেখে এই অভিযোগ বক্সে তাদের কথা গুলো লিখে জানাবেন। পুলিশ প্রশাসন সঠিক তথ্য উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার উজ্জল কুমার, সহকারি পুলিশ সুপার (সার্কেল) সহিদ, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরণ কুমার রায়, ওসি (তদন্ত) আবু রায়হান, উপপরিদর্শক মোঃ তাজুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।