বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন | Daily Chandni Bazar বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০১৯ ১০:১৭
বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ৮৩ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২১ জন জেঙ্গু জ¦রে নতুন করে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে জেলায় শনিবার বিকাল পর্যন্ত মোট ৮৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। বগুড়া জেলা সিভিল সার্জন ডাঃ গওসুল আজিম চৌধুরী জানান, বগুড়ায় চিকিৎসাধীন রয়েছে ৮৩ জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৬৪ জন, মোহাম্মদ আলী হাসপাতালে ৫জন, শেরপুর উপজেলায় ৪ জন, শামসুন নাহার ক্লিনিকে ২, ইনডিপেনডেন্ট হাসপাতালে ১জন, টিএমএসএস হাসপাতালে ৭ জন চিকিৎসা নিচ্ছে। বগুড়ায় ডেঙ্গু রোগের প্রকোপ কমতে শুরু করেছে। ডেঙ্গু রোগী বিষয়ে সকল তথ্য রাখা হয়েছে। বেসরকারি ও সরকারি ক্লিনিক কর্তৃপক্ষকে এবিষয়ে সকল তথ্য জানাতে বলা হয়েছে। তাবে আগের থেকে জেলায় প্রকোপ অনেক কমেছে।