
বগুড়ায় ২দিন ব্যাপি পেশাজীবি গাড়ী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কর্মশালা শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে শহরের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বগুড়া জেলা শাখার আয়োজনে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষনে চালকদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিআরটিএ’র মোটরযান পরিদর্শক এস এম সবুজ, বগুড়া সদর পুলিশ ফাড়িঁর টি আই মোঃ শফিউল আলম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির প্রোগাম অফিসার মোঃ খায়রুল হাসান, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন এবং কার্যকরী সদস্য আলহাজ ইউনুছ আলী লয়া প্রমুখ। উক্ত প্রশিক্ষনে বগুড়া ২০০ জন চালক অংশ গ্রহন করে।