বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে | Daily Chandni Bazar বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০১৯ ১৩:৫০
বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে

বগুড়ায় ডেঙ্গুর প্রকোপ কমতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় মাত্র ৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলায় ৬৩ জন রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সরকারী ও বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া ৮১২ জন রোগীর ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন। 

আজ শনিবার সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, গত কয়েক দিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৮৭৫ জন রোগী জেলার সরকারী ও বেসরকারী হাসপাতাল-ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৮১২ জন রোগী ভাল হয়ে বাড়ি ফিরে গেছেন। বগুড়ায় এ পর্যন্ত কোন ডেঙ্গু রোগীর মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি।