কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ | Daily Chandni Bazar কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:২৪
কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ

কাউনিয়া উপজেলা কৃষি বিভাগের বাস্তবায়নে জাইকার সহযোগিতায় কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্বাস্ত্য রক্ষায় মাটি পরীক্ষা করে সুষম সার প্রদান নিশ্চিত করণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি শীর্ষক কৃষক প্রশিক্ষণ গত রবিবার টিপু মুন্শি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

মাটির উৎপাদনশীলতা বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আর বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আঃ রাজ্জাক,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল আলম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মল্লিকা রানী রায়, কৃষি সম্প্রসারন কর্মকর্তা আতিক আহমেদ, রাকিবুল আলম প্রমূখ। প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলা ৫০ জন চাষি অংশ গ্রহন করেণ।