বীরগঞ্জ থানার পুলিশের জন সচেতনতামূলক কার্যক্রম | Daily Chandni Bazar বীরগঞ্জ থানার পুলিশের জন সচেতনতামূলক কার্যক্রম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৫৮
বীরগঞ্জ থানার পুলিশের জন সচেতনতামূলক কার্যক্রম
বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি ॥

বীরগঞ্জ থানার পুলিশের জন সচেতনতামূলক কার্যক্রম

অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস এর নেতৃত্বে ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার সকাল থেকে দিনভর বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যান। মোটরসাইকেল চালকদের সচেতন করতে বীরগঞ্জ সরকারি কলেজের সামনে চেক অফিসারের মাধ্যমে মোটরসাইকেল থামিয়ে চালকদের হেলমেট ব্যবহারে উদ্ভুদ্ধ করেন।

ট্রাফিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জ পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সকলকে আইন মেনে চলার বিষয়ে সচেতনামূলক প্রচার অভিযান কার্যক্রমে। মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান ও হাইয়েও যানজট মুক্ত রাখতে অটোচার্জার, পাগলু, অটোচার্জার ভ্যান ও রিক্সা চালকদের মহাসড়ক পরিস্কার রেখে নিরাপদে যান চলালের পরামর্শ প্রদান করেন নবনিযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) মোঃ আব্দুল ওয়ারেস।

উক্ত সচেতনতা কার্যক্রমে অংশ নেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভিন, ওসি (তদন্ত) বিশ্বনাথ দাশ গুপ্ত ও থানার এসআই, এএসআইবৃন্দ। অভিযান মামলা প্রদানে সহতা করতেছেন এস আই এরশাদ।