
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একতরফা ভাবে শুধু মহাসড়কের পশ্চিম পাশ থেকে ভূমি অধিগ্রহনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা--রংপুর মহাসড়কের জাহানারা মার্কেটের সামনে মহাসড়ক অবরোধ করা হয়। ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ভূমি ও দোকান মালিক সংগ্রাম কমিটির সভাপতি মঞ্জুরুল হক সেলিম, সাধারণ সম্পাদক শাহাবুবুল আলম মোল্লা মিতু, আনোয়ার হোসেন সরকার, শহীদুজ্জামান প্রধান, বাবু স্বপন কুমার রায়, বিষ্ণু নন্দী, হাজী আব্দুল মোত্তালেব গোলাপ, শাহজালাল প্রধান সৃষ্টি এবং শিশু ফয়সাল কবির প্রমুখ। বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা ব্যাপী এ অবরোধ চলাকালে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। অবরোধে ভূমি ও দোকান মালিকদের স্ত্রী-সন্তানসহ শত শত নারী-পুরুষ অংশ নেয়।
এ সময় বক্তারা বলেন সাসেক-২, প্রকল্প কর্তৃপক্ষ মহাসড়ক ফোর লেনের নামে একতরফা ভাবে শুধু মহাসড়কের পশ্চিম পাশ থেকে ভূমি অধিগ্রহনের অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে তারা একটি মহলের ইন্ধনে মহাসড়কের পশ্চিম পাশে ১০০ ফিট এবং পূর্ব পাশে মাত্র ২ ফিট জমি অধিগ্রহনের সিদ্ধান্ত নিয়েছে। এটা করা হলে মহাসড়কের পশ্চিম পাশের ভ’মি ও দোকান মালিকরা সর্বশান্ত হয়ে পড়বে। তাদের এই অমানবিক একতরফা সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া যায়না। তাই বক্তারা মহাসড়কের উভয় পাশ থেকে সমভাবে জমি অধিগ্রহনের দাবি জানান। দাবি আদায় না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচী পালন করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন।