ডোমারে হেলমেট ব্যবহারে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ | Daily Chandni Bazar ডোমারে হেলমেট ব্যবহারে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:০৯
ডোমারে হেলমেট ব্যবহারে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ
সত্যেন্দ্র নাথ রায় ,ডোমার-নীলফামারীঃ

ডোমারে হেলমেট ব্যবহারে পুলিশের সচেতনতামূলক লিফলেট বিতরণ

“আইনের ভয়ে নয়,নিজের সন্তান ও পরিবারকে ভালবেসে হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালান” লেখা সংবলিত লিফলেট ডিআইজি রংপুর রেঞ্জ এর উদ্যোগে নীলফামারীর ডোমার থানা পুলিশ ব্যাপকভাবে শহরের বিভিন্ন জায়গায় মটর সাইকেল আরোহীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। ৯ সেপ্টেম্বর সোমবার ডিআইজি রংপুর রেঞ্জের সকল থানা বিকাল ৪টায় একযোগে মোটর সাইকেল আরোহীদের সচেতনতামূলক লিফলেট বিতরণ ও চালকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডোমার থানা ওসি মোস্তাফিজার রহমান,ওসি (তদন্ত) বিশ্বদেব রায়,টিআই মোবারক,টিএসআই আমিনুল সহ ডোমার থানা পুলিশ অফিসার ও পুলিশ সদস্যরা উক্ত পুলিশের মহতি কাজে অংশ গ্রহন করেন।ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, ডিআইজি রংপুর রেঞ্জ ও এসপি নীলফামারী মহোদয়ের নির্দেশনায় বিকাল ৪টা হতে ডোমার শহরের বিভিন্ন যায়গায় মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরিধানে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।