নওগাঁ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar নওগাঁ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:১৪
নওগাঁ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ
বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁ কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ

নওগাঁ জেলা কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিদের সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় নওগাঁ জেলা কারাগারের আয়োজনে ও জেলা সমাজসেবা অধিদপ্তর নওগাঁ এর সার্বিক সহযোগিতায় জেলা কারাগার প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১১ জন মুক্তিপ্রাপ্ত বন্দিদের মাঝে ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন-অর-রশিদ। কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দিরা স্বাভাবিক জীবনে ফিরে আসার সংশোধন ও পূনর্বাসনের জন্য ভ্যান, ছাগল ও সেলাই মেশিন বিতরন করা হয়। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা কারাগারের জেল সুপার শাহ্ আলম খান, জেলার দেব দুলাল কর্মকার, নওগাঁ সমাজ সেবার অধিদপ্তর বিভাগের উপ-পরিচালক নুর মোহাম্মদ, নওগাঁ চেম্বার অফ কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রির এর পরিচালক আলহাজ¦ এম,এ খালেক, নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতারসহ জেলা কারাগার, জেলা প্রশাসন, জেলা পুলিশ ও সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।