বগুড়ার শেরপুরে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।গত বুধবার (১১সেপ্টেম্বর) বিকেলে শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শেরপুর সরকারী ডি.জে মডেল হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফায়নাল খেলায় উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু, শেরপুর পৌরসভা মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজি, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল বাড়ী ডাবলু, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম ইফতেখার, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমির হামজা, শিক্ষা অফিসার নজমুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান ও ইউপি চেয়াম্যান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃদ্ধ। খেলাটি উপস্থাপনা করেন ক্ষেত্র সহকারি আব্দুল খালেক।
ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে বিশালপুর ইউনিয়ন বনাম খানপুর ইউনিয়ন এর অনুর্ধ ১৭ এর খেলোয়াড় দল। খেলাটিতে খানপুর ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে বিশালপুর ইউনিয়ন ফাইনালে গৌরব অর্জন করে। ম্যাচ সেরা খেলোয়ার হন বিশালপুর ইউনিয়নের তরিকুল ইসলাম।