শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে | Daily Chandni Bazar শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ২০:০৯
শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে
-রবিন খান
গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ

শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষায় আলোকিত মানুষ হতে হবে

আজ বুধবার বগুড়ার গাবতলীতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন।

বগুড়ার গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, শিক্ষার্থীদেরকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হতে হবে। এজন্য শিক্ষকদেরকে শিক্ষার গুনগত মান উন্নয়ন ঘটাতে হবে। গতকাল বুধবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও মোছাঃ রওনক জাহানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমীন।

প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা জালাল, অধ্যক্ষ রেজাউল বারী, প্রধান শিক্ষক এমদাদুল হক, শ্রেষ্ঠ শিক্ষার্থী হুমাইয়া সাঈদ, সুমাইয়া আকতার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ সালাম ভুলন, সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু, যুগ্ম সম্পাদক আঃ গফুর, একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম প্রমুখ।

এরপর গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধান আয়োজিত শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউএনও রওনক জাহান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।