বগুড়া জেলা লিগ্যাল এইড কমিটি এবং লাইট হাউস বগুড়ার যৌথ আয়োজনে ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় লাইট হাউস জনগণের মধ্যে আইনগত অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং কমিউনিটিতে আনুষ্ঠানিক বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে ‘প্রমোটিং পিস এন্ড জাস্টিস’ প্রকল্পের মাধ্যমে নানাবিধি কার্যক্রম বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্যদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে ইউনিয়ণ পরিষদ হলরুমে গোবিন্দপুর ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান এসএম হেলাল এর সভাপতিত্বে ও কমিটির সচিব ইউপি সচিব উত্তম কুমারের পরিচালনায় ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন বগুড়া লাইট হাউসের প্রমোটিং পিস এন্ড জাস্টিস প্রজেক্ট এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মঞ্জুশ্রী দাশ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, কমিটির সদস্য ব্যবসায়ী মোত্তালেব হোসেন মিন্টু, এনজিও গুডের নির্বাহী পরিচালক হাফিজার রহমান, শিক্ষিকা মাহিনুর বেগম, উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, উপসহকারী মেডিকেল অফিসার ডাঃ অলোক কুমার সরকার, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর রাবেয়া খাতুন, আনসার ভিডিপির প্রতিনিধি আঙ্গুরী বেগম, ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রামানিক, আবুল কালাম, আব্দুর রাজ্জাক, হাওয়া বিবি, নাছিমা বেগম, লাইট হ্উাস দুপচাঁচিয়া উপজেলা কো-অর্ডিনেটর সালমা খাতুন প্রমুখ।