বীরগঞ্জে তিন জুয়ারু গ্রেফতারকে করে আদালতে সোপর্দ | Daily Chandni Bazar বীরগঞ্জে তিন জুয়ারু গ্রেফতারকে করে আদালতে সোপর্দ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯ ০১:২৬
বীরগঞ্জে তিন জুয়ারু গ্রেফতারকে করে আদালতে সোপর্দ
বীরগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি ॥

বীরগঞ্জে তিন জুয়ারু গ্রেফতারকে করে আদালতে সোপর্দ

বীরগঞ্জ থানার তদন্ত ওসি বিশ্বনাথ দাস গুপ্তের নেতৃত্বে এসআই আলম চন্দ্র রায়, নিমাই, এরশাদ হোসেন, এ.এস.আই মিজানুর, মাজেদুর রহমান, সাজেদুর রহমান ও সঙ্গীয় ফোর্স বুধবার বিকাল ৪টায় বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের সেনগ্রাম রাজশাহী পাড়ায় লিচু বাগানে অভিযান চালিয়ে পুরাতন তাসের সেট এবং ৪২৫ টাকা অর্থ সহ একই গ্রামের মৃত সাগর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪৫), মোহাম্মদ আলী ছেলে আতিকুল ইসলাম (৩২), মৃত ভূবন মোহনের ছেলে বাবুল রায় (৪০) কে জুয়া খেলার সময় হাতে নাতে গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জুয়ারু ডিজেন চন্দ্র রায় (৩৫), মোঃ নওশাদ (৩৫), মোঃ রশিদ (৩২) সহ অজ্ঞাতনামা ৪/৫জন দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে বীরগঞ্জ থানায় ১৯৬৭ প্রকাশ্যে জুয়া আইনের ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

যাহার মামলা নং-১৮ তারিখ-১৮/৯/২০১৯। এব্যাপারে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাকিলা পারভীন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আসামীগণ পলাতক আসামীরা এলাকায় নিয়মিত জুয়ার আসর বসিয়ে টাকার বিনিময়ে জুয়া খেলে এলাকার লোকজনের বসবাসের উপযোগিতা নষ্ট ও সামাজিক পরিস্থিতির অবনতি ঘটিয়ে আসছেন। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা ও জব্দকৃত তালিকা বর্ণিত মালামাল নিজ হেফাজতে রাখা হয়েছে।