গাইাবান্ধায় আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার | Daily Chandni Bazar গাইাবান্ধায় আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৪৮
গাইাবান্ধায় আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার

গাইাবান্ধায় আন্তঃজেলা ৪ ডাকাত গ্রেফতার

গাইবান্ধা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিগত কয়েক মাস ধরে হাইড্রলিক কাটার মেশিন দিয়ে বেশ কিছু বড় দোকানের তালা ও গ্রিল কেটে লক্ষ লক্ষ টাকার শাড়ী,লুংগি,থ্রি পিস সহ বিভিন্ন ধরনের কাপড় চুরির ঘটনাকে নিয়ে জেলা পুলিশ যখন হিমসিম খাচ্ছিল তখনই গাইবান্ধা জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার,গাইবান্ধা 'বি' সার্কেল ময়নুল হকের নেতৃত্বে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানসহ গাইবান্ধা ডিবি ওসি মোস্তাফিজার রহমান পুলিশের একটি চৌকস টিম গত ১৮ আগষ্ট বিকাল ৪টা হতে অদ্য ১৯ আগষ্ট বেলা ১২ টা পর্যন্ত সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে সাড়াশি অভিযান পরিচালনা করে।

এ অভিযানে তালা ও গ্রিল কাটবার হাইড্রলিক কাটার মেশিন সহ পেশাদার ৪ ডাকাত সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট চোরাই কাজে ব্যবহ্রত একটি মিনি পিকাপ, একটি মোটরসাইকেল, তালা ও গ্রিল কাটবার হাইড্রলিক কাটার মেশিন সহ চুরি যাওয়া দু'শত শাড়ী,দু'শত লুংগি ও শতাধিক থ্রি পিস উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ শহরের কাদেও, দুককা এলাকার লেংড়া সাইফুল, বেলকুচি এলাকার ছোট আমিনুল ও টাংগাইল এলাকার হাই। এই চক্রে অনেকে এখন গা-ঢাকা দিয়েছে, যাদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যহত আছে।

এদের নিকট থেকে জানা যায়, চক্রের মুলহোতা সিরাজগঞ্জ শহরের মিরপুর এলাকার আমিনুল একাধিক পেশাদার চোরকে নিয়োগ পূর্বক তাদের কে উল্লেখিত যাবতীয় যন্ত্রপাতি সরবরাহ করে। এসব দিয়ে তারা দেশের বিভিন্ন জেলা-উপজেলা হতে বড় বড় দোকানের কাপড়সহ বিভিন্ন মালামাল চুরি করে এনে আমিনুলের নিকট দিয়ে দেয়।