শেরপুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরন দাবিতে স্বারকলিপি | Daily Chandni Bazar শেরপুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরন দাবিতে স্বারকলিপি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ০৬:৫২
শেরপুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরন দাবিতে স্বারকলিপি
শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপুরন দাবিতে স্বারকলিপি

ছবি: প্রতীকী

উত্তরবঙ্গ মহাসড়ক চারলেন উন্নীতকরণ প্রকল্পে বগুড়ার শেরপুরে মহাসড়ক সংলগ্ন ভূমি অধিগ্রহণকৃত জমির ন্যায্য ক্ষতিপুরণ চেয়ে ক্ষতিগ্রস্থ ভূমি মালিক স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি দেয়া হয়। এই স্মারকলিপিটি গ্রহণ করেন ইউএনও’র অফিসের অফিস সুপার সন্তোষ কুমার পাল।

জানা যায়, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ঢাকা-রংপুর মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় শেরপুর উপজেলায় ভুমি অধিগ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা নোটিশও দেয়া হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্থ’ ভূমি মালিকরা জানতে পারেন যে, বিগত ১৯৬২ সালের এমআরআর রেকর্ড মুলে জমির শ্রেণিকরনের ভিত্তিতে জমির মূল্য পরিশোধ করা হবে। এটা করা হলে জমির মালিকগণ তিগ্রস্থ হবেন। কারণ শেরপুর শহরে মহাসড়ক সংলগ্ন অধিকাংশ জমির মালিক প্রায় ৪০-৪৫ বছর ধরে মহাসড়কের উভয়পাশে দোকান ঘর, মার্কেট, মিল-কারখানা, নির্মাণ করে ব্যবসা বাণিজ্য করে আসছেন। এখনও মিল-কারখানা, আবাসিক ভবন, বাণিজ্যিক ভবন বিদ্যমান রয়েছে। যা বর্তমান আর.এস জরিপেও উল্লেখ রয়েছে।

এমনকি ভূমি উন্নয়ন কর এবং পৌর কর বাণিজ্যিক হিসেবে প্রদান করে আসছেন। তাই স্মারকলিপির মাধ্যমে ২০১৭ সালের ভূমি অধিগ্রহণ আইন ও বিধি মোতাবেক জমির বাস্তব শ্রেণির উপর ভিত্তি করে ভূমির মালিকদের ক্ষতিপুরণ দেয়ার দাবি জানানো হয়। এসময় সংগঠনের আহবায়ক সাংবাদিক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল কাদের, শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব আলহাজ মাহবুবুল আলম হিরু, সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন, মোকারিম হোসেন রবি,আলহাজ্ব সেলিম রেজা, আলহাজ আব্দুল মোমিন চৌধুরী, মুনিরুজ্জামান রিমন, খন্দকার লুৎফুল হক, মজনুর রহমান, আব্দুল মতিন, প্রমুখ উপস্থিত ছিলেন।