শেরপুরে নিজস্ব অর্থায়নে ছাবেদা-আবুল এতিমখানা উদ্বোধন | Daily Chandni Bazar শেরপুরে নিজস্ব অর্থায়নে ছাবেদা-আবুল এতিমখানা উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০১৯ ০০:৪৬
শেরপুরে নিজস্ব অর্থায়নে ছাবেদা-আবুল এতিমখানা উদ্বোধন
শুভ কুন্ডু, শেরপুর(বগুড়া)প্রতিনিধিঃ

শেরপুরে নিজস্ব অর্থায়নে ছাবেদা-আবুল এতিমখানা উদ্বোধন

বগুড়ার শেরপুরে নিজস্ব অর্থায়নে ৩১ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট “ছাবেদা-আবুল” এতিমখানা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। শেরপুর পৌর শহরের ৫নং ওয়ার্ডের জগন্নাথ পাড়াস্থ সরকারী ডিজে উচ্চ বিদ্যালয় খেলার মাঠ সংলগ্ন প্রাকৃতিক পরিবেশে এতিমখানাটি গড়ে তোলা হয়েছে। গত শনিবার (২৩নভেম্বর) সন্ধায় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো: আবুল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৌদি দূতাবাসের সিনিয়র অফিসার ড. আব্দুল্লাহ ফারুক, টঙ্গী সরকারি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমাদুল্লাহ ত্রিশালী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, মুফতি বিলাল বিন নওয়াব, মাওলানা মো: সাইফুল ইসলাম খান মাদানী।

আরও উপস্থিত ছিলেন, এতিমখানা প্রতিষ্ঠাতার বড় ছেলে, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ঢ়াকা মহানগরীর ইউনিট কমান্ড আবু সহীদ বিল্লাহ বকুল, মেজো ছেলে, আমেরিকা প্রবাসী মো: ওয়াসেক বিল্লাহ রানা, ছোটো ছেলে, আমেরিকা প্রবাসী মো: আবু সাঈদ বিল্লাহ রোলা, আলহাজ¦ মো: রকিবুর রহমান, আলহাজ¦ মো: রেজাউল করিম, আলহাজ¦ মো: কায়সার রহমান এবং উক্ত এতিমখানা উদ্বোধনী অনুষ্ঠান ও  নির্মান কাজে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করেন, জাহানারা কমপ্লেক্স মার্কেটের পরিচালক মো: শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যয়ের সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এতিমখানার প্রধান ফটকের ফিতা কেটে দোয়া মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ¦ মো: আবুল হোসেনের বড় ছেলে মুক্তিযোদ্ধা মো: আবু সহীদ বিল্লাহ বকুল বলেন, এতিমখানা প্রতিষ্ঠার আগে থেকেই আমরা বিভিন্ন ভাবে এতিমদের সহযোগিতা করে এসেছি এবং বর্তমানেও এই প্রতিষ্ঠানের জন্য প্রতি মাসে ৬০ হাজার টাকা আমাদের নিজস্ব ব্যয়ে প্রতিষ্ঠাটি পরিচালিত হবে। এখান থেকে ধর্মীয় শিক্ষা সহ সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে ছেলেরা আলোকিত সমাজ গড়ার কাজে নিয়জিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন এই যুদ্ধাহত মুক্তিযোদ্ধা।