বগুড়ায় পুলিশ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি | Daily Chandni Bazar বগুড়ায় পুলিশ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২০ ০০:১৩
বগুড়ায় পুলিশ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি
“মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার” মূলমন্ত্রতে জনসাধারণকে সেবা প্রদান করতে হবে
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় পুলিশ কল্যাণ সভায় রাজশাহী রেঞ্জ ডিআইজি

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার)।

বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) বলেছেন, ‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি অঙ্গণের জনসাধারণের শতভাগ সেবা নিশ্চিত করতে হবে। জনবান্ধব পুলিশিং এর মাধ্যমে পুলিশের প্রতিটি অঙ্গণকে ইতিবাচক সাজে গড়ে তুলতে হবে এবং পুলিশিং সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

বগুড়া জেলা পুলিশের আয়োজনে শনিবার দুপুরে পুলিশ লাইন্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপোরোক্ত কথাগুলি বলেন। জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিআইজি হাফিজ আক্তার বলেন, পুলিশ সদস্যদের কারও ব্যক্তিগত অপকর্মের দায় বাহিনী নিবেনা। আইজিপি মহোদয়ের কঠোর নির্দেশনা অনুযায়ী সকল ধরণের অপরাধ থেকে পুলিশের ছোট থেকে বড় সকল পর্যায়ের সদস্যদের দূরে থাকার আহব্বানও জানান তিনি।

এসময় সভায় উপস্থিত ছিলেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে সফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার), পিপিএম (বার), আব্দুল জলিল পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে সদর সার্কেলের সনাতন চক্রবর্তী ও তাপস কুমার পাল, সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। কল্যাণ সভার পূর্বে রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আক্তার বিপিএম (বার) বগুড়া জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তীর নেতৃত্বে জেলা পুলিশের প্রায় ২’শ পুলিশ সদস্য উক্ত বার্ষিক কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।