ধুনটে সড়ক দূর্ঘটনায় শিশু হাফেজ নিহত | Daily Chandni Bazar ধুনটে সড়ক দূর্ঘটনায় শিশু হাফেজ নিহত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ মার্চ, ২০২০ ১৮:৩৯
ধুনটে সড়ক দূর্ঘটনায় শিশু হাফেজ নিহত
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ

ধুনটে সড়ক দূর্ঘটনায় শিশু হাফেজ নিহত

বগুড়ার ধুনটে ব্যাটারী চালিত ইজি বাইক ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ রহমুতুল্লাহ (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় ধুনট-সোনামুখি সড়কের পূর্বভরনশাহী গ্রামে এঘটনা ঘটে। নিহত হাফেজ রহমুতুল্লাহ উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মিঠু মন্ডলের ছেলে ও ধুনট বাজারের আল- কোরআন একাডেমির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০টায় হাফেজ রহমুতুল্লাহ বাই সাইকেল চালিয়ে ধুনট বাজারের দিকে যাচ্ছিল। এসময় পূর্বভরনশাহী এলাকায় ব্যাটারী চালিত একটি ইজি বাইকের সাথে তার বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে ব্যাটারী চালিক ইজি বাইক থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।