মুদি দোকানে বসে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেন পাঁচবিবির শাহাজান | Daily Chandni Bazar মুদি দোকানে বসে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেন পাঁচবিবির শাহাজান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ০৬:০২
মুদি দোকানে বসে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা লিখেন পাঁচবিবির শাহাজান
আল কারিয়া পাঁচবিবি:

মুদি দোকানে বসে বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা  লিখেন পাঁচবিবির শাহাজান

পরিবারের অভাব অনটনের কারনে সমাজের আর দশ জনের মত পড়ালেখা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেননি শাহাজান আলী। পেশায় একজন ক্ষুদে মুদি দোকানদার হলেও স্বপ্ন তার আকাশ ছোঁয়া। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল বড় হয়ে একজন কবি হবেন। কিন্তু পরিবারের অভাব অনটনের কারনে কবি হওয়া সম্ভব হয়নি তার। তাই উপজেলার বড়ইতলী বাজারে তার ছোট্ট মুদি দোকানে বসেই বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সুযোগ্য পুত্রকে নিয়ে লিখেন কবিতা। শাহাজান আলীর কবিতার কিছু অংশ তুলে ধরা হলো “আগামীর এই বাংলা তোমার অপেক্ষায়, জয় জয় হে সজীব ওয়াজেদ জয়। শেখ মুজিবই এ দেশ গড়ায় , তারই অবদানে আমরা সবাই এই বাংলায় জয় জয় হে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনার প্রচেষ্টায় বাংলার মানুষের মুখে হাসি ফোটায়, জয় জয় হে সজীব ওয়াজেদ জয়। স্বাধীন এই বাংলা রক্ষা করি সবাই, জয় জয় হে সজীব ওয়াজেদ জয়। আগামীর এই বাংলা তোমার অপেক্ষায়, জয় জয় হে সজীব ওয়াজেদ জয়”।