ডোমারে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক মেলা | Daily Chandni Bazar ডোমারে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক মেলা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ০৬:১২
ডোমারে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক মেলা
মোঃ বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডোমারে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক মেলা

“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই স্লোগানকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী দিবস ও মর্যাদায় গড়ি সমতা ক্যাম্পেইন উপলক্ষ্যে অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নারী ও কন্যাশিশু সুরক্ষা প্রকল্প পল্লীশ্রীর আয়োজনে “জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার” বিষয়ক মেলা অনুষ্ঠিত হয়।  জানা যায় পল্লীশ্রীর অগ্রযাত্রা শুরু দিনাজপুর জেলা হতে। বর্তমানে পল্লীশ্রী বাংলাদেশের উত্তরাঞ্চলের মধ্যে রাজশাহী ও রংপুর বিভাগে ৭টি জেলায় ৫০টি উপজেলায় ৩৮০ টি ইউনিয়নে প্রায় ৭৫ হাজার মানুষের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসিতেছে। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকাল ১০ টা হতে দুপুর ২টা পর্যন্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার ৬নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের পাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রজেক্ট অফিসার এসএম মোস্তাফিজুর রহমান সভাপ্রধানে, প্রজেক্ট ফ্যাসিলেটেটর সাইদুর রহমান (আকাশ)-এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরনী কান্ত রায়, ইউপি সদস্য তাজমিন বেগম, তাজনুরা, ওয়াহিদুল ইসলাম,আব্দুল কাদের মশিয়ার রহমান, সহঃ শিক্ষক আইবুল ইসলাম, প্রজেক্ট ফ্যাসিলেটেটর মারুফা, কুলসুম, আমন্ত্রিত অতিথি পল্লীশ্রীর ডিমলার কর্মী মোছাঃ মাসুদা আক্তার পারভীন, লাভলী আক্তার, পারভীন আক্তার, রশিদা আক্তার প্রমুখ। উল্লেখ্য যে, আলোচনা শেষে প্রতিষ্ঠানের ২০ জন ছাত্রীদের নিয়ে জেন্ডার সমতা, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং তার মধ্যে বিজয়ী ৫ জন ছাত্রী হাতে পুরষ্ককার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।