ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত | Daily Chandni Bazar ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০ ১৭:৩৯
ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত
ভ্রামমান প্রতিনিধি,সাঘাটাঃ

ব্যতিক্রমী উদ্যোগে সাঘাটায় গরিব মানুষের মাঝে স্বল্পমূল্যে সবজি বিক্রয় করে দৃষ্টান্ত

গরীব মানুষের কথা ভেবে, গাইবান্ধার সাঘাটায়  সবজি ব্যবসায়ী আলম বেপারী স্বল্পমূল্যে সবজি বিক্রিয় করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
 বাটি গ্রামের কাফি ব্যাপারীর ছেলে আলম বোনারপাড়ার গোডাউন রোডে সড়কের পার্শে¦ মাটিতে পলিথিন বিছিয়ে তরকারি কাঁচামালের দোকান থেকে গতকাল শুক্রবার স্বল্প মূল্যে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে সবজি বিক্রয় করছেন। বেগুন, পাতাকপি ও শসা খিরা  প্রতি কেজি পাঁচ টাকা দরে বিক্রয় করছেন। যা বাজার মূল্যে ১০ টাকা কেজি। অন্যান্য সবজিও স্বল্প মূল্যে নিচ্ছেন। শুধু গরীবরাই কিনছেননা, মধ্যবিত্ত রাও দোকানে সবজি কিনতে ভিড় করতে দেখা গেছে।
 ব্যবসায়ী আলম বলেন, আমি একজন গরীব মানুষ। তাই গরিব মানুষকে সবজি কম মূল্যে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি সরাসরি জমি থেকে এসব সবজি নিয়ে আসি।