বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে পৌর গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সান্তাহার আধুনিক স্টেডিয়ামে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়। সান্তাহার পৌর ক্রীড়া সংস্থার সার্বিক ত্বত্ত্বাবধানে এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সান্তাহার পৌর মেয়র ও পৌর ক্রীড়া সংস্থার সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে ও টুর্ণামেন্ট কমিটির আহ্বায়ক জার্জিস আলম রতনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, প্যানেল মেয়র মজিবর রহমান, পৌর ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মকবুল হোসেন জোয়ারদার, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলু, যুবলীগ নেতা শাহিনুর রহমান মন্টি প্রমুখ। উদ্বোধনী খেলায় জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল ২-১ গোলে নওগাঁর মান্দা ফুটবল একাদশকে হারিয়ে বিজয়ী হয়। টুর্ণামেন্টে মোট ৮টি দল অংশ গ্রহণ করবেন।