দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সাহারপুকুর বাজারে লুৎফর হজ্জ কাফেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আদমদীঘি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু এ হজ্জ কাফেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে এক আলোচনা সভা দুপচাঁচিয়া উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিমের সভাপতিত্বে ও ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোত্তালেব হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক।
সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গণি মন্ডল, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, মানাযিল আল হারামাইন ট্যুরিজম সেন্টার এর স্বত্বাধিকারী সাইফুল্লা আল মামুন, দুপচাঁচিয়া আজিজিয়া হজ্জ কাফেলার পরিচালক মাওঃ আজিজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা আ’লীগের সহসভাপতি সাইফুল ইসলাম, আবু জাহেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার আলহাজ্ব আজিজুল হক, হজ্জ কাফেলার পরিচালক আলহাজ্ব লুৎফর রহমান খান, প্রমুখ।