বগুড়ায় আন্তর্জাতিক মোবাইল কোম্পানী হনরের নতুন ব্র্যান্ডের ফোনের বাজারজাতকরণের উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় আন্তর্জাতিক মোবাইল কোম্পানী হনরের নতুন ব্র্যান্ডের ফোনের বাজারজাতকরণের উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১৯:২০
বগুড়ায় আন্তর্জাতিক মোবাইল কোম্পানী হনরের নতুন ব্র্যান্ডের ফোনের বাজারজাতকরণের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় আন্তর্জাতিক মোবাইল কোম্পানী হনরের 
নতুন ব্র্যান্ডের ফোনের বাজারজাতকরণের উদ্বোধন

সোমবার রাতে মোবাইল লাইফের সত্ত্বাধিকারী শেখর রায়ের হাতে হনর ব্র্যান্ডের নতুন ফোন Honor9x তুলে দিয়ে এর বাজারজাতকরণের উদ্বোধন করেন কোম্পানীর এজিএম সেলস্ মো: সাইদুর রহমান।

বগুড়ায় আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মোবাইল কোম্পানী হনরের নতুন ব্র্যান্ড Honor9x এর বাজাতকরণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে জেলা ও উপজেলার বিভিন্ন মোবাইল ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

হনরের বগুড়া জেলা ডিস্ট্রিবিউটর ও জেলা মোবাইল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়ের হাতে উক্ত ব্রান্ডের নতুন মডেলের ফোনটি তুলে দিয়ে বাজারজাতকরণের উদ্বোধন করেন হনর কোম্পানীর এজিএম সেলস্ মো: সাইদুর রহমান। এসময় তিনি বলেন, যুগের সাথে তাল মিলিয়ে স্বল্প মূল্যে সর্বদা ভাল মান, আকর্ষণীয় ডিজাইন ও ফিচারের ফোন সাধারণ গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ায় তাদের মূল লক্ষ্য। নতুন ব্র্যান্ডের ফোনের ফিচার সম্পর্কে তিনি বলেন এ্যানড্রয়েড এর সর্বশেস ভার্সনের ৬-১২৮ জিবির উক্ত ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সাথে পপ-আপ সুবিধা যা সমসাময়িক চলমান অন্য ব্র্যান্ডের ফোনের তুলনায় অনেক এগিয়ে।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আইডিয়া গ্যাজেট এর সত্ত্বাধিকারী আবু সাঈদ, মা টেলিকম এর মোয়াজ্জেম হোসেন, নিউ সিঙ্গাপুর টেলিকমের রনি মাহমুদ, নামুজা মিতু টেলিকমের তানজিব হোসেন, কাহালু মা টেলিকমের আমিনুর ইসলাম, হিরো টেলিকমের আল মাহমুদ হিরো, ডিস্ট্রিবিউশন ম্যানেজার আলতাফ হোসেন প্রমুখ।