রায়গঞ্জে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন | Daily Chandni Bazar রায়গঞ্জে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ মার্চ, ২০২০ ০৩:৪৭
রায়গঞ্জে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন
স্বাস্থ্য মন্ত্রীর শোক
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

রায়গঞ্জে মুক্তিযোদ্ধা সাইফুল ইসলামের রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলহাজ্ব গাজী সাইফুল ইসলাম(৬৮) এর রাষ্ট্রিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকাল ৬টায় উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ পুলিশ বাহিনী রৌহা কওমি মাদ্রাসা ময়দানে সাইফুল ইসলামের মরদেহে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে ঐ মাদ্রাসা ময়দানে জানাযা শেষে মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। তিনি গত বুধবার সকাল ৭টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শজিমেক হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র, ১ কন্যা, নাতী-নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সরকার ব্রিকস্ এর সত্ত্বাধিকারী সমাজসেবক মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্মদ নাসিম, স্থানীয় এমপি অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার ইমন, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ, সহ সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক খন্দকার শরিফ উল আলম শরিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সামছুল ইসলাম, রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোঃ শহিদুল ইসলামসহ আওয়ামী লীগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। আজ শুক্রবার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল রঘুনাথপুর মরহুমের নিজস্ব বাস ভবনে কুলখানি অনুষ্ঠিত হবে। সরকার ব্রিক্স এর নির্বাহী পরিচালক মরহুমের ছোট ছেলে গোলাম হোসেন শোভন সরকার তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন।