তাড়াশে চালের মূল্য বৃদ্ধি | Daily Chandni Bazar তাড়াশে চালের মূল্য বৃদ্ধি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ মার্চ, ২০২০ ০২:৩৩
তাড়াশে চালের মূল্য বৃদ্ধি
তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ

তাড়াশে চালের মূল্য বৃদ্ধি

সিরাজগঞ্জের তাড়াশে গত দুই-তিন দিন ধরে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। পর্যাপ্ত চাল মজুত থাকা সত্বেও প্রতি বস্তায় (২৫-৫০কেজি) প্রায়  এক থেকে দুই শত টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা ও পাইকারী ব্যাবসায়ীরা  চালের মূল্য বৃদ্ধিতে মহাজনদের বা মিলারদের দোষারোপ করছে।  মিল-মালিকরা সংকট দেখিয়ে দর বাড়াচ্ছে বলে তারা জানান। তাড়াশে পাঁচ তারা ট্রেডার্স এর মালিক জাবেদ আলী জানান, দুই- তিন দিন ধরে চালের দাম মোকামে বেরেছে তাই আমাদের বেশি নিতে হচ্ছে। খুচরা ব্যাবসায়ী সাইদুর রহমান বলেন, প্রতি দিন ৮-১০ বস্তা চাল বিক্রি হতো কিন্তু দামবেশি হওয়ায় ৪-৫ বস্তা চাল বিক্রি হচ্ছে। খাদ্যভান্ডারের অমল কুমার জানান, এ বছরে প্রথম দিকে ধানের দাম কম ছিল, কিন্তু এখন ধানের দাম বেশি, তাই চালের দাম বেশি হবে। তবে ৩৫-৪০ দিনের মধ্যে নতুন ধান এলে চালের দাম স¦াভাবিক হবে। হঠাৎ চালের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছে।