জলঢাকায় ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করলো একঝাঁক যুবক | Daily Chandni Bazar জলঢাকায় ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করলো একঝাঁক যুবক | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২২ মার্চ, ২০২০ ২০:১৫
জলঢাকায় ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করলো একঝাঁক যুবক
আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

জলঢাকায় ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও
সাবান বিতরণ করলো একঝাঁক যুবক

‘আসুন নিজে সচেতন হই,অন্যকে সচেতন করি’ শ্লোগানের মধ্য দিয়ে ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও সাবান বিতরণ করেছে ধর্মপাল গ্রামীণ এলাকার একঝাঁক যুবক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং অফিসার সুমন ইসলামের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সচেতন মানুষদের সহযোগিতায় শনিবার ও রোববার সারাদিন গড় ধর্মপাল মাঝাপাড়া গ্রামে গ্রামীণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণের সাথে ব্যক্তিগত উদ্যোগে ফ্রি-তে সাবানও প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবক কাঞ্চন রায়, মিলন রায়, ঋতু রায়, রিপন ইসলাম, নাজমুল ইসলাম ও রুবেল চৌধুরী সহ স্থানীয় সচেতন মহলের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। লিফলেট বিতরণে অংশগ্রহণ করা যুবকরা ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে যা যা করতে হবে সে সম্পর্কে সচেতনতামূলক নির্দেশনাসহ বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। পরামর্শের মধ্যে ছিল, খাবার আগে ও টয়লেটের পরে সাবান দিয়ে মিনিমাম ২০ থেকে ৩০ সেকেন্ড  ভালভাবে হাত ধোয়া। পশুপাখি যেমনঃ হাঁস, মুরগি, গরু ছাগল খালি হাতে স্পর্শ না করা। ৩০ থেকে ৪০ মিনিট পর পর পানি পান করা। হাঁচি কাশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা। হাত না ধুয়ে চোখ নাক স্পর্শ না করা। হাত মিলানো, কোলাকুলি, জনসমাগম থেকে বিরত থাকা। মাংস ডিম ভালভাবে সিদ্ধ করে খাওয়া। সব সময় পরিস্কার পরিচ্ছন্ন থাকা। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক থেকে বেড়িয়ে আসি, নিজ নিজ সচেতনতার মাধ্যমে সুস্থ থাকি’। ‘করোনা ভাইরাস’ আতঙ্ক নির্মূল না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় উপস্থিত সচেতন মহলের যুবকরা।