করোনা ভাইরাস প্রতিরোধে জলঢাকায় আবাসিক হোটেল ও রেঁস্তরা বন্ধ ঘোষনা | Daily Chandni Bazar করোনা ভাইরাস প্রতিরোধে জলঢাকায় আবাসিক হোটেল ও রেঁস্তরা বন্ধ ঘোষনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০ ২৩:০৩
করোনা ভাইরাস প্রতিরোধে জলঢাকায় আবাসিক হোটেল ও রেঁস্তরা বন্ধ ঘোষনা
আল ইকরাম বিপ্লব, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

করোনা ভাইরাস প্রতিরোধে জলঢাকায় আবাসিক হোটেল ও রেঁস্তরা বন্ধ ঘোষনা

করোনা ভাইরাস প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত উপজেলার সকল আবাসিক হোটেল ও রেঁস্তরা বন্ধ ঘোষনা করেছেন উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদের সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ ভাইচ চেয়ারম্যান গোলাম আযম এলিচ, মহিলা ভাইচ চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চঞ্চল কুমার ভৌমিক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদ, ইউ’পি চেয়ারম্যানগণ, উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন। উল্লেখ্য, জলঢাকা উপজেলায় বিদেশ ফেরত ৩৩ ব্যক্তিকে ইতিমধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রেজওয়ানুল হক।