গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৮৪ | Daily Chandni Bazar গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৮৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ মার্চ, ২০২০ ১৮:৪৬
গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৮৪
গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় হোম কোয়ারেন্টাইনে ২৮৪

করোনা ভাইরাসকে কেন্দ্র করে গাইবান্ধার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তিদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। আগত ২৮৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরমধ্যে ৯ জন বিদেশী, ১৭৫ জন প্রবাসী ও ১০০ জন দেশী।  এদের মধ্যে ২ জন আক্রান্ত। এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকায় ৪৩ জনকে ছেড়ে দেয়া হয়েছে।  এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২৩৯ জন। সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ২৩৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবারের মধ্যে এ সংখ্যা আরও বাড়তে পারে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন