![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
বগুড়া শহরের কলোনী এলাকায় একটি মাঠে ঘুড়ি উড়ানোর সময় এক যুবককে লাঠি দিয়ে মারপিট এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, গত ২৩ মার্চ বিকেলে শহরের কলোনী এলাকার আমান বিল্ডিং মোড়ে ছোট মাঠে কাঠনার পাড়ার আমানুউল্লা বাবুর ছেলে শাহজাহান আলী (২৩) ঘুড়ি উড়াচ্ছিল। এমন সময় কিছু যুবক গায়ে পড়ে ঝগড়া শুরু করে। এক পর্যায়ে তারা অকথ্য গালিগালাজ করে লাঠি ও খেলার ব্যাড দিয়ে এলোপাথারি মারপিট শুরু করে। হামলাকারিদের একজন ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে রক্তাক্ত করে। স্থানীয় কিছু লোকজন শাহজাহানকে উদ্ধার করে স্থানীয় মোহাম্মাদ আলী হাসপাতালে ভর্তি করে দেয়। পরে তাকে শজিমেক হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই চিকিৎসাধীন আছে। এ ব্যাপারে শাহজাহানের পিতা আমানুউল্লা বাবু জানান, ঘটনাটি পুলিশকে অবহিত করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন