রায়গঞ্জে কোভিড-১৯ কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রসাশনের নানা উদ্দ্যোগ | Daily Chandni Bazar রায়গঞ্জে কোভিড-১৯ কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রসাশনের নানা উদ্দ্যোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ মার্চ, ২০২০ ২১:১৪
রায়গঞ্জে কোভিড-১৯ কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রসাশনের নানা উদ্দ্যোগ
রায়গঞ্জ, সিরাজগঞ্জ প্রতিনিধি

রায়গঞ্জে কোভিড-১৯ কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে
উপজেলা প্রসাশনের নানা উদ্দ্যোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জে কোভিট-১৯ কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে উপজেলা প্রসাশন সামাজিক দুরত্ব নিশ্চিত করা সহ নানা মুখি কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা প্রসাশন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, পুলিশ, গ্রাম পুলিশ, আনসার ভিডিবি সদস্য, রাজনৈতিক ও সামাজিক সংগঠন নির্ঘুম ভাবে কাজ করে যাচ্ছে। ২৩ মার্চ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীমুর রহমান, এ্যসি ল্যান্ড সুবির কুমার দাসের নেতৃত্বে কোরনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে পাড়া-মহল্লায় শর্তকতা মূলক মাইকিং, হ্যান্ড মাইকিং ও লিপলেট বিতরনের মধ্যে দিয়ে জন সচেতনতা মূলক প্রচার প্রচারণা অব্যহত রেখেছে। বিতরণ করা হচ্ছে মাক্স, হ্যান্ড সেনিটাইজার, গ্লাফস্ সহ জীবানু নাশক ওষুধ পত্র বিনা মূল্যে বিতরন করছে।

সামাজিক দুরত্ব নিশ্চিত করতে ও বিদেশ ফেরতদের ১৪ দিন হোম করেন্টটাইনে না থাকলে দ্রুত উপজেলা প্রসাশন সহ সংশ্লিষ্ট্য কর্মকর্তাদের সংবাদ প্রেরণে গ্রাম পুলিশ ও আনসার ভিডিবি সদস্যদের নিদের্শ প্রদান করা হয়েছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবির কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নির্ঘুম ভাবে কাজ করে যাচ্ছে। ভ্রাম্যমান আদালত গত মঙ্গলবার সলঙ্গা বাজার এলাকায় ৩ ওষুধ ব্যবসায়ী ও ২ চাউল ব্যবসায়ী নিকট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। সরকারি নিদের্শনা অমান্য করে বেসরকারি এনজিও সংস্থা এনডিপি, এমডিও ঋণের কিস্তি আদায় অব্যহত রাখার দায়ে ১ হাজার করে মোট ২ হাজার টাকা জরিমানা আদায় করে। পুলিশবাহিনী ও প্রসাশনের নানা ব্যবস্থাপনার মধ্যে দিয়েও সামাজিক দুরত্ব নিশ্চিত করা যাচ্ছে না কোন মতেই। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন