![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ০৮:০৬
বুড়িগঞ্জে ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি
এখন মানুষের মরণ ফাঁদে পরিনত!
॥ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতম মহল ॥
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বিলহামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকস্থ বটতলা (বাসার) নামকস্থানে আধাঁমরা ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি এখন মানুষের মরণ ফাঁদে পরিনত হয়ে আছে। জানা যায়, বগুড়া-জয়পুরহাট সড়কের উক্ত স্থানে এই গাছটি একটু ঝড় হলেই পথচারীর মাথায় সুকনো ডালগুলি ভেঙ্গে পরে ক্ষয়ক্ষতির ঘটনা অহরহ ঘটছে। চলতি বছরে বর্ষা ও ঝড় আসার পূর্বেই মানুষের মরণফাঁদে পরিনত এই ঝুঁকিপূর্ণ আধামরা গাছটি কর্তন করা আশু প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। অতি সত্তর এই গাছটি কর্তন করার জন্য সরকারি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন