বুড়িগঞ্জে ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি এখন মানুষের মরণ ফাঁদে পরিনত! | Daily Chandni Bazar বুড়িগঞ্জে ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি এখন মানুষের মরণ ফাঁদে পরিনত! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ০৮:০৬
বুড়িগঞ্জে ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি এখন মানুষের মরণ ফাঁদে পরিনত!
॥ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন সচেতম মহল ॥
নামুজা (বগুড়া) প্রতিনিধিঃ

 বুড়িগঞ্জে ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি
এখন মানুষের মরণ ফাঁদে পরিনত!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বিলহামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকস্থ বটতলা (বাসার) নামকস্থানে আধাঁমরা ঝুঁকিপূর্ণ সরকারি এই গাছটি এখন মানুষের মরণ ফাঁদে পরিনত হয়ে আছে। জানা যায়, বগুড়া-জয়পুরহাট সড়কের উক্ত স্থানে এই গাছটি একটু ঝড় হলেই পথচারীর মাথায় সুকনো ডালগুলি ভেঙ্গে পরে ক্ষয়ক্ষতির ঘটনা অহরহ ঘটছে। চলতি বছরে বর্ষা ও ঝড় আসার পূর্বেই মানুষের মরণফাঁদে পরিনত এই ঝুঁকিপূর্ণ আধামরা গাছটি কর্তন করা আশু প্রয়োজন বলে সচেতন মহল মনে করেন। অতি সত্তর এই গাছটি কর্তন করার জন্য সরকারি সংশি¬ষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন