কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত খোয়ারী, ডাক্তার ও মুদি দোকানীর জরিমানা | Daily Chandni Bazar কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত খোয়ারী, ডাক্তার ও মুদি দোকানীর জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ২২:৫৮
কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত খোয়ারী, ডাক্তার ও মুদি দোকানীর জরিমানা
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত
খোয়ারী, ডাক্তার ও মুদি দোকানীর জরিমানা

রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিভিন্ন হাট বাজারে গত শনিবার বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে খোয়ারী,হমিও ডাক্তার ও মুদি দোকানীর জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হাসান জানান, টোপমধুর ইউনিয়নের নিলামখরিদা সদরা জামতলি গ্রামের খোয়ারী শাহাদুল অতিরিক্ত টাকা আদায় তার ৫০০০ টাকা, জামতলি বাজারের সার্টিফিকেট বিহীন হমিও ডাক্তার মনোরঞ্জন এর ৫০০০ টাকা এবং ভায়াহাট বাজারের মুদি দোকানী জাহাঙ্গীর আলম এর শিশু শ্রমের দায়ে ১০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।এসময় উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেকটার আবু সাঈদ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামান। এলাকাবাসী এ অভিযান কে স্বাগত জানিয়ে অভিযান অব্যহত রাখার দাবী জানিয়েছেন।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন