হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার | Daily Chandni Bazar হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ২৩:২৩
হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার
হিলি প্রতিনিধি:

হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের হিলি সীমান্তে ৯৮ হাজার পিস ভারতীয় ট্যাবলে উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুর ১ টার দিকে মংলা বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা উপজেলার সীমান্তবর্তী নন্দীপুর গ্রাম থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটগুলি উদ্ধার করেন। মংলা বিশেষ ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার সালাউদ্দিন জানান, ভারত থেকে গরু মোটাতাজাকরণ ট্যাবলেটের একটি বড় চালান দেশের অভ্যন্তরে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার নের্তৃত্বে নন্দীপুর সীমান্তের ২৮৭ পিলারে অবস্থান নেন। এসময় তিন চোরাকাবারি ওই সীমানা পিলার দিয়ে দেশে প্রবেশ করেন। এরপর তাদের আটকের চেষ্টা করলে তারা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা থেকে ৫৬ হাজার পিস ডেক্সন ও ৪২ হাজার পিস প্যারোপটিন ট্যাবলেট উদ্ধার করা হয়। যার সীজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন