নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলঢাকা প্রশাসনের জীবাণুনাশক স্প্রে | Daily Chandni Bazar নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলঢাকা প্রশাসনের জীবাণুনাশক স্প্রে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২০ ২৩:৩৩
নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলঢাকা প্রশাসনের জীবাণুনাশক স্প্রে
আল-ইকরাম বিপ্লব জলঢাকা নীলফামারী প্রতিনিধিঃ-

নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জলঢাকা প্রশাসনের জীবাণুনাশক স্প্রে

সারা বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আজ রোববার করোনা ভাইরাস মোকাবেলায় পৌর শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করেন স্থানীয় প্রশাসন ও  জলঢাকা  ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস, নীলফামারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স'র উপ-সহকারী পরিচালক এনামুল হক, জলঢাকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মমতাজুল ইসলাম। এ সময় কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্যোগকালীন সময়ে দেশের মানুষ কে সহযোগীতা করার জন্য  পৌর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন