![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
সারা বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। আজ রোববার করোনা ভাইরাস মোকাবেলায় পৌর শহরের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে করেন স্থানীয় প্রশাসন ও জলঢাকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস, নীলফামারী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স'র উপ-সহকারী পরিচালক এনামুল হক, জলঢাকা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মমতাজুল ইসলাম। এ সময় কর্মকর্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্যোগকালীন সময়ে দেশের মানুষ কে সহযোগীতা করার জন্য পৌর শহরের বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন