![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের আগ্রহী গড়ে তুলতে জয়পুরহাটে কৃষকদের মাঝে সাবান,মাস্ক ও সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বিভিন্ন এলাকার মাঠে কৃষকদের হাতে সাবান,মাস্ক ও সচেতনতামূলক লিফলেট তুলে দিয়ে আরিফুর রহমান রকেট বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। সচেতনতা ও সর্তকতা অবলম্বল করলেই করোনাভাইরাস থেকে মুক্ত থাকা সম্ভব। তিনি করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে নিয়মিত হাত-মুখ ও পা ধোয়া, বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সহ সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।তিনি আরো বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে । কৃষকদের মধ্যে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার অভাব। তাদের সচেতনা বৃদ্ধির লক্ষে সাবান,মাস্ক ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান টিটু, ফারুক হোসেন, বম্বু ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, মুশফিকুর রহমান সিনহা উপস্থিত ছিলেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন