ডোমার হরিণচড়ায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ালেন এ্যাড.আজাহারুল ইসলাম | Daily Chandni Bazar ডোমার হরিণচড়ায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ালেন এ্যাড.আজাহারুল ইসলাম | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:১৪
ডোমার হরিণচড়ায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ালেন এ্যাড.আজাহারুল ইসলাম
সত্যেন্দ্র নাথ রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

ডোমার হরিণচড়ায় কর্মহীন অসহায়দের পাশে দাঁড়ালেন  এ্যাড.আজাহারুল ইসলাম

সরকারী নিদের্শনা বাস্তবায়নে নীলফামারীর ডোমারে হাট-বাজারের দোকানপাট ও যানবাহন চলাচলের নিষেধাক্কায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থ্য মানুষের পাশে দাঁড়ালেন জেলা আইনজীবি সমিতির ভাইস প্রেসিডেন্ট  ও জেলা কৃষকলীগের সহ. সভাপতি  এ্যাড. আজাহারুল ইসলাম। মঙ্গলবার (৩১মার্চ) সকাল ১০টা হতে দুপুর পর্যন্ত উপজেলার হরিণচড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে নিজস্ব উদ্দ্যোগে ২শত ৫০টি পরিবারকে ৫ কেজি চাল ও মাস্ক নিজহাতে বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন হরিণচড়া ইউনিয়নের পূজা উৎযাপন কমিটির সাধারন সম্পাদক  ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার মুখোপাধ্যায়, আ.লীগের  ওয়ার্ড সভাপতি সুবাশ চন্দ্র রায়, দূর্গামন্ডবের অর্থ সম্পাদক ছতিশ চন্দ্র রায়, আবুল কাশেম প্রমূখ। 

এ্যাড. আজাহারুল ইসলাম বলেন,দেশে মরণব্যাধী করোনা ভাইরাস আতঙ্কে মানুষ দিশেহারা। সরকারের নির্দেশনা মোতাবেক কেউ কাজে যেতে পারছেনা। দৈনন্দিন রোজি রোজগারের মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছে। তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও নিজস্ব অর্থায়নে সামান্য কিছু সহযোগীতা করেছি মাত্র । তিনি সমাজের বিত্তবানদের এ সময় আসহায় মানুষদের পাশে দাঁড়ার আহ্বান জানান ।

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন