লক ডাউন চলাকালেও গাইবান্ধার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা ॥ দোকানগুলোতে আড্ডা ও গণ জমায়েত | Daily Chandni Bazar লক ডাউন চলাকালেও গাইবান্ধার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা ॥ দোকানগুলোতে আড্ডা ও গণ জমায়েত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:২৩
লক ডাউন চলাকালেও গাইবান্ধার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা ॥ দোকানগুলোতে আড্ডা ও গণ জমায়েত
নির্দেশ অমান্য করায় করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়ছে
গাইবান্ধা প্রতিনিধি

লক ডাউন চলাকালেও গাইবান্ধার বিভিন্ন স্থানে দোকানপাট খোলা ॥ দোকানগুলোতে আড্ডা ও গণ জমায়েত

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে লক ডাউনের ঘোষণা থাকা সত্ত্বেও গাইবান্ধা জেলা শহরের ১নং ট্রাফিক মোড়, গাইবান্ধা স্টেশন রোড কাচারী বাজার সংলগ্ন সান্দারপট্টি, স্টেশন রোড, বড় মসজিদ মোড়, ব্রীজ রোড, সার্কুলার রোড, ডিবি রোড, বাস-টার্মিনাল, খন্দকার মোড়সহ বিভিন্ন এলাকায় দোকানপাট খুলে ব্যবসা-বাণিজ্য চালানো হচ্ছে। 
এ অবস্থা গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে আরও ভয়াবহ। প্রতিদিন চা, মিষ্টির দোকান এবং বাজারগুলোতে বসছে জমজমাট আড্ডা। সদর উপজেলার ভেড়ামারা ব্রীজ সংলগ্ন মোল¬া বাজার, পাঁচ জুম্মা, স্কুলের বাজার, গোডাউন বাজার, লক্ষ্মীপুর, দারিয়াপুর, কুমারপাড়া, হাসেম বাজার, মাঠ বাজার, কদমতলি, বাঁধের মোড়সহ বিভিন্ন এলাকায় লক ডাউন চলাকালিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমান্য করা হচ্ছে। এতে করোনা ভাইরাস সংক্রামিত হওয়ার সম্ভাবনা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা, এসকেএস ফাউন্ডেশন, চেম্বার অব কমার্সসহ বিভিন্ন সংগঠন থেকে প্রতিদিন বার বার নিয়মিত মাইকিং করে দোকানপাট বন্ধ রাখা, একাধিক মানুষ একত্রিত হয়ে গণ জমায়েত করাসহ নিয়মিত হাত ধোয়ার পরামর্শ দেয়া হলেও সেগুলো কেউই মানছে না। এতে এই জেলায় করোনা ভাইরাসের সংক্রমণের বিষয়টি মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। 

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন