বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটার থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটার থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩১ মার্চ, ২০২০ ১৬:৩০
বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটার থেকে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাংলাদেশ গ্রাম থিয়েটার থেকে 
কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। সোমবার ৩০ মার্চ এবং মঙ্গলবার ৩১ মার্চ সকালে বেশ কিছু শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। পত্রিকা বিক্রেতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সহযোগি শ্রমিক, কাঠ শ্রমিক, রিক্সা শ্রমিক, সেলাই শ্রমিক, বয়স্ক নাট্যকর্মী বিভিন্ন শ্রমিকের মাঝে তিনি এই খাদ্য সামগ্রী বিতরণ করেন। 

নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং এসময় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদকের তৌফিক হাসান ময়না করোনা ভাইরাস থেকে সুরক্ষা থাকতে প্রচারনি লিফলেট বিতরণ করেন। এই সময়ে সরকারি নির্দেশ পালন করতে সকলের প্রতি অনুরোধ জানান। এসময় বগুড়া থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের কয়েকজন নেতা কর্মী উপস্থিত ছিলেন। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন