বগুড়ায় খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়ীতে বিডিইও নির্বাহী পরিচালক আ’লীগ নেতা জুয়েল | Daily Chandni Bazar বগুড়ায় খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়ীতে বিডিইও নির্বাহী পরিচালক আ’লীগ নেতা জুয়েল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ এপ্রিল, ২০২০ ২১:২০
বগুড়ায় খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়ীতে বিডিইও নির্বাহী পরিচালক আ’লীগ নেতা জুয়েল
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় খাদ্য সামগ্রী নিয়ে দরিদ্রদের বাড়ীতে 
বিডিইও নির্বাহী পরিচালক আ’লীগ নেতা জুয়েল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় বুধবার বগুড়া শহরের বৃন্দাবনপাড়ায় খেটে খাওয়া, দিনমজুর দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিডিইও এর নির্বাহী পরিচালক এবং জেলা আওয়ামীলীগ নেতা আল রাজী জুয়েল।

করোনাভাইরাস এর সংক্রমণ রোধে সরকারী নির্দেশনা অনুযায়ী সকল কর্মজীবী মানুষগুলো যখন নিজেদের জীবন বাঁচাতে ঘরে অবস্থান করছেন তখন তাদের মাঝেই একশ্রেণীর মানুষ যারা দিনে এনে দিন খায় সেই খেটে খাওয়া দিনমজুর, শ্রমিক ও অসহায় মানুষগুলো মানবেতর জীবন-যাপন করছেন কিন্তু আত্মসম্মানের দরুণ দেশের এই ক্রান্তিকালে মুখ ফুঁটে চাইতেও পারছেন না কারো কছে কোন সহযোগিতা। এমন সময় বগুড়ায় সরকারী-বেসরকারী নানা সংগঠনের পাশাপাশি এগিয়ে এসেছে বগুড়া ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লয়মেন্ট অর্গানাইজেশন (বিডিইও) এর নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামী লীগ নেতা আল-রাজি জুয়েল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শনায় এবং বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাসুদুর রহমান মিলনের সার্বিক সহযোগিতায় বুধবার দুপুরে শহরের ২নং ওয়ার্ডের বৃন্দাবন পাড়া এলাকায় প্রায় ১’শ হতদরিদ্র মানুষের দরজায় দরজায় গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি। খাদ্যসামগ্রীস্বরুপ প্রত্যেক পরিবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ ১শ টাকা করে বিতরণ করা হয়েছে যা আল-রাজি জুয়েলের নেতৃত্বে সমাজসেবামূলক সংগঠন বিডিইও এর মাধ্যমে আগামী আরো ৫দিন বিভিন্ন পরিবারে বিতরণ করা হবে।

প্রথম দিনের খাদ্যসামগ্রী প্রদানকালে উপস্থিত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেন ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামরুল হাসান জুয়েল, রাজিব মন্ডল, আল শাফী সুজন, রাশেদুল হাসান শাওন, সাবেক ছাত্রনেতা সুলতান আহমেদ সুমন, মেহেদি হাসান, রাজু আহমেদ, জেলা ছাত্রলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদেরুল ইসলাম মিম পোদ্দার, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, ছাত্রনেতা শরিফুল ইসলাম জিহাদ প্রমুখ। উল্লেখ্য ইতিপূর্বে বিডিইও’র উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সড়ক ও যানবাহনে জীবাণুনাশক ঔষধ ছিটানো ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন