জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ০৬:০৫
জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
ব্যুরো প্রধান,জয়পুরহাটঃ

জয়পুরহাটে প্রতিবন্ধী সংগঠনের খেটে খাওয়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনাভাইরাসের প্রভাবে জয়পুরহাটে কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থা।  বুধবার দুপুরে মাতৃভূমি অটিজম একাডেমি হল রুমে এ সব খাদ্য সামগ্রী (চাল, আটা,ডাল, আলু, তেল) বিতরণ করা হয়। কর্মহীন দরিদ্র মানুষের মধ্যে এসব সামগ্রী তুলেদেন জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির। এসময় জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান, করোনা যুদ্ধে আমরা সমন্বয়কারী তিতাস মোস্তফা, সাংবাদিক আব্দুল আলীম মন্ডল, লাল সবুজ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি জাকারিয়া হোসেন শিমুল উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে পুলিশ সুপার করোনাভাইরাস ছড়ানোর বিষয়গুলো তুলে ধরে বলেন, ঘরে থাকুন, গণজমায়েত এড়িয়ে চলুন এবং স্বাস্থ্য পরামর্শ মেনে চলুন।

 দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন