![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলি আরনু জুট মিল বন্ধ থাকায় ও বাড়ি থেকে বাহির হতে না পারায় বিপাকে পড়েছেন ৭শ গরীব অসহায় শ্রমিক। এমন অবস্থায় এসব শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বুধবার দুপুর ২ টায় হিলি আরনু জুটমিলের ৭শ শ্রমিককে ১০ কেজি চাল, ১কেজি মসুর ডাল, ৫ কেজি আলু আর ১কেজি তেল ও সাবান বিতরন করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন, মেয়র জামিল হোসেন চলন্ত , উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন উপস্থিত ছিলেন। হিলি আরনু জুট মিলের ম্যানেজার মিজানুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারনে মিল বন্ধ করা হয়েছে। শ্রমিকরা গৃহবন্দি হয়ে পড়েছেন। ফলে কাজ করতে না পারায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া অসহায় শ্রমিকরা। বিপদে তাদের পাশে দাঁড়াতে জুট মিলের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন