ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা পল্লব | Daily Chandni Bazar ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা পল্লব | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ এপ্রিল, ২০২০ ০৬:১২
ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা পল্লব
ব্যুরো প্রতিনিধি,জয়পুরহাটঃ

ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ছাত্রলীগ নেতা পল্লব

জয়পুরহাটে অঘোষিত লকডাউন চলছে। প্রশাসন জেলার সব দোকানপাট বন্ধ ঘোষণা করেছে। সংক্রমণ এড়াতে সড়কে যান চলাচলও বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়ে যায় জেলার নিম্ন আয়ের খেটে খাওয়া ছিন্নমূল মানুষগুলো। দিন দিন তাদের দুর্ভোগ ও সংকটের পাল্লা ভারী হচ্ছে তারা না খেয়েই দিন পার করছে এমন অবস্থায় ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছে জেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক জাহিদ হাসান পল্লব। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে ছিন্নমূলদের নিজ হাতে খাবার তুলে দেন এই নেতা। 

জয়পুরহাট পৌর শহরের স্টেশন এলাকার আকরাম হোসেন, রমজান আলী, রাজ্জাক মন্ডল তারা সকলেই বলেন, 'আমাদের বাড়িঘর নেই। রাত হলেই স্টেশনে এসে ঘুমাই কোন দিন খেয়ে, আবার কোনও দিন না খেয়ে। করোনা ভাইরাসের  কারনে কোনও কাজ নেই; না খেয়ে দিন পার করতে হয়।এমতবস্থায় প্রতিদিন রাতে উনি আমাদের খাওয়াচ্ছেন স্টেশন এলাকার জরিনা বেওয়া বলেন, 'প্রতিদিন প্রায় এখন না খেয়েই রাত পার করছি,ভেবেই নিয়েছি আজও অনাহারে কাটবে। 

ছাত্রলীগ নেতা জাহিদ হাসান পল্লব বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ছিন্নমূল মানুষ গুলো না খেয়ে দিন পার করছে। 'মানুষ হিসেবে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে। আমি সে দৃষ্টিকোণ থেকে এ আয়োজন করেছি। এরা সুবিধাবঞ্চিত নয় বরং তারা আমাদের দৃষ্টিবঞ্চিত। সবাই একটু দৃষ্টি দিলেই অসহায় মানুষগুলো একটি সুন্দর জীবন পেতে পারে। বঙ্গবন্ধুর আদর্শের অংশ হিসেবে আমি সেটাই চেষ্টা করছি।
 
জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্ব ও অনন্য কৌশলে বাংলাদেশ সরকার করোনা মোকাবেলায় সফল হবে। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগ কর্মীরা দেশের স্বার্থে কাজ করে চলছে। জাহিদ হাসান পল্লবের মতো সমাজের অসহায় ছিন্নমূল মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহবান জানান তিনি। খাবার বিতরণের সময়, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাজিদ রাব্বি রাহাত, জেলা ছাত্রলীগের সহসভাপতি ওয়াহিদুজ্জামান রকি, ছাত্রলীগ নেতা মাহফুজুর রহমান এহসান উপস্থিত ছিলেন । 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন