![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি রোধ ও ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধ অমান্য করে জলঢাকা উপজেলার বিভিন্ন বাজারে দোকান-পাট খোলা রাখার অপরাধে ৫ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস অভিযানে সহযোগিতা করেন থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালত জানায়, সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে উপজেলার মাছ বাজার সংলগ্ন কাপড় ব্যবসায়ী ছালেক হোসেনকে, ৫হাজার টাকা ডলিয়া রোড আলহামদুলিল্লাহ প্লাস্টিক হাউস মমিনুর রহমানকে ১হাজার ও মা ইলেকট্রনিক্স তারাজুল ইসলাম লিটনকে ১হাজার করে অন্যান্য রাজরহাট ও টেংগনমারির দুটি দোকান সহ মোট ৫টি দোকানে ১১হাজার টাকা জরিমানার দন্ড দেয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গোলাম ফেরদৌস ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন