![logo](https://dailychandnibazar.com.bd/assets/importent_images/logo.png)
প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৩:২৫
ত্রাণ নিয়ে বাড়ি বাড়ি ছুটছেন ভাতগ্রামের ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু
মশিউর রহমান সাদুল্লাপুর(গাইবান্ধা) প্রতিনিধি
করোনার প্রভাবে থমকে গেছে গোটা পৃথিবী। বাদ যায়নি বাংলাদেশও। করোনার প্রাদুর্ভাবে বন্ধ ব্যবসা প্রতিষ্ঠান। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। সীমিত করা হয়েছে চলোফেরা। অসহায়, দুস্থ, দিনমজুর ও কর্মহীনরা পড়েছে খাদ্য সংকটে।সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বাবু সরকারি নির্দেশনায় তাদের জন্য খাদ্য নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। বৃহস্পতিবার ভাতগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে খেটেখাওয়া মানুষের হাতে তিনি ত্রাণ তুনে দেন।
ওই সময় তার সঙ্গে ছিলেন করোনা কমিটির সদস্য আওলাদ হোসেন রিটু,করোনা কমিটির সদস্য ও বাংলাদেশ আঃলীগ ভাতগ্রাম ইউনিয়ন শাখার যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শায়ফুল ইসলাম।
এ ছাড়াও সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইউপি সচিব,ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজানুল ইসলাম বলেন, হতদরিদ্র, দিনমজুর যারা করোনার কারণে কর্মহীন এমন পরিবারকে সরকারি নির্দেশনায় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ পৌঁছিয়ে দিচ্ছি,প্রথম পর্যায়ে উপজেলা পরিষদ, ইউপি চেয়ারম্যান,মহিলা মেম্বর,ও ইউপি সদস্য, স্থানীয় আওয়ামিলীগের সমন্বয়ে অসহায়, দুস্থ, দিনমজুর ও কর্মহীন ১০০ পরিবারের তালিকা প্রস্তুত করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ১কেজি আলু ও ৫০০ গ্রাম ডাল দেওয়া হচ্ছে।