বগুড়ায় বিডিইও'র মাধ্যমে দরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আ’লীগ নেতা জুয়েলের | Daily Chandni Bazar বগুড়ায় বিডিইও'র মাধ্যমে দরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আ’লীগ নেতা জুয়েলের | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ এপ্রিল, ২০২০ ০২:১৫
বগুড়ায় বিডিইও'র মাধ্যমে দরিদ্রদের ঘরে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আ’লীগ নেতা জুয়েলের
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বিডিইও'র মাধ্যমে দরিদ্রদের ঘরে খাদ্য 
সামগ্রী বিতরণ অব্যাহত আ’লীগ নেতা জুয়েলের

রোববার রাতে বগুড়া শহরে জয়পুরপাড়া, মুগলিশপুর (হিন্দুপাড়া) শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিডিইও'র নির্বাহী পরিচালক আ’লীগ নেতা আল রাজী জুয়েল।

বাংলাদেশে কোভিড ১৯ বা নোভেল করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন জ্যামিতিক হারে বৃদ্ধির পথে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আক্রান্ত হয়েছে মোট ১২৩ জন যার মাঝে মারা গেছে ১৩ জন। বাংলাদেশে করোনা দুর্যোগের ১ মাসের মাথাতেই ইতিমধ্যেই দরিদ্রদের ঘরে ঘরে খাদ্যের জন্য হাহাকার উঠেছে আবার মধ্যবিত্তরা অনেকে আত্মসম্মানের কারণে কোনমতো দিন নির্বাহ করছে তাও নিজেদের জীবন বাঁচাতে ঘরবন্দী হয়ে আছে তারা। এমন অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন জেলার ন্যায় বগুড়াতেও বিভিন্ন সংগঠন এবং মানবিক মানুষগুলো এগিয়ে এসেছে দরিদ্রদের পাশে।

করোনার কারণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতিতে বগুড়ায় শুরু থেকে কাজ করে যাচ্ছেন সেচ্ছাসেবী সংগঠন বিডিইও বগুড়ার নির্বাহী পরিচালক ও জেলা আওয়ামী লীগের মানবিক ও ত্যাগী নেতা আল রাজী জুয়েল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে শুরু থেকে বগুড়ার বিভিন্ন এলাকার অসহায় ও দিনমজুরদের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিচ্ছেন তাদের সপ্তাহব্যাপী খাদ্যসামগ্রী ও নগদ অর্থ। যার ধারাবাহিকতায় গত রোববার রাতে সদরের জয়পুর পাড়া, মুগলিশপুর হিন্দুপাড়ায় খেটে খাওয়া, দিনমজুর শতাধিক পরিবারের মাঝে বগুড়া ডেভেলপমেন্ট এন্ড ইমপ্লয়মেন্ট অর্গানাইজেশন (বিডিইও) এর মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সাবেক এই সভাপতি। প্রত্যেক পরিবারকে খাদ্যসামগ্রীস্বরুপ চাল, ডাল, আলু, পেঁয়াজ, হ্যান্ড স্যানিটাইজার ও নগদ ১শ টাকা করে বিতরণ করা হয়েছে ।

গত সপ্তাহ থেকে শুরু হওয়া এই কার্যক্রম যতদিন সামর্থ্য থাকবে দেশের এই পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে বলেও জানান এই মানবিক নেতা। রবিবার ঘরে ঘরে খাদ্যসামগ্রী বিতরণকালে এসময় জুয়েলের সাথে উপস্থিত ছিলেন পিয়াস, যুবলীগ নেতা হাবিল, শহর স্বেচ্ছাসেবকলীগ নেতা রহিম, সাজু, জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহা, নুর আলম, আসিফ শেখ সহ বিডিইও'র কর্মীরা। খাদ্যসামগ্রী পাওয়া পরিবারগুলোর সদস্যরা অশ্রুসিক্ত চোখে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করা জেলা আওয়ামী লীগের তরুণ এই নেতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন । 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন