নন্দীগ্রামে সাবেক কাউন্সিলর মিলনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar নন্দীগ্রামে সাবেক কাউন্সিলর মিলনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৮ এপ্রিল, ২০২০ ১৮:০৮
নন্দীগ্রামে সাবেক কাউন্সিলর মিলনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

নন্দীগ্রামে সাবেক কাউন্সিলর মিলনের কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামেও প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে সাধারন খেটে খাওয়া মানুষ এখন দিশেহারা। এমন সময় ঐসব দু:স্থ মানুষের মাঝে নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইদুর রহমান মিলন তার নিজস্ব তহবিল থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গত বুধবার সকাল ১০টায় বালিয়াগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নন্দীগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডে ৮শ জন গরীব কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, লবন, তৈল ও সাবান বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মো: হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, বাবলু, জাকির, ফরমান, মোস্তাক, জিয়া, দুলাল, জিল্লুর প্রমূখ। সাবেক কমিশনার মিলন বলেন, সাধারণ খেটে খাওয়া এসব মানুষের পাশে থাকা আজ বড়ই প্রয়োজন। আমি আমার সাধ্যমত এসব খেটে খাওয়া কর্মহীন মানুষদের পাশে আছি এবং থাকবো। 

দৈনিক চাঁদনী বাজার/সাজ্জাদ হোসাইন